দরপতনে স্বর্ণের বাজার
প্রকাশ: ২০১৭-০৩-০৮ ১৮:৩৯:১১
মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে সোমবার। যুক্তরাষ্ট্রে সুদহার বৃদ্ধির সম্ভাবনা বাড়ায় এদিন নিম্নমুখী হয়ে ওঠে পণ্যটির বাজার। তবে চলমান ভূ-রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে এদিন সীমিত হয়ে আসে পণ্যটির দরপতন। খবর মার্কেটওয়াচ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বৃদ্ধির সম্ভাবনায় গত সপ্তাহে স্বর্ণের দাম কমেছিল ২ শতাংশের বেশি। এর আগে টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখিতায় শেষ করলেও ফেড চেয়ারম্যান জ্যানেট ইয়েলেনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে দাম কমতে শুরু করে পণ্যটির। বক্তব্যে ফেডপ্রধান জানিয়েছিলেন, ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠেয় ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকে সুদহার বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা অনেক বেশি।
স্বর্ণের দামে ফেডের সুদহার বৃদ্ধির সম্ভাবনার নিম্নমুখী প্রভাবের ওপর লাগাম টেনে ধরছে চলমান ভূ-রাজনৈতিক ঘটনাবলি। উত্তর কোরিয়ার সামরিক আস্ফাালন, চীনের কর্তিত জিডিপি পূর্বাভাস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে সর্বশেষ নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের আড়ি পাতার অভিযোগ ও ফ্রান্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্রাঁসোয়া ফিয়োঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ— সব মিলিয়ে গোটা বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বেশ গোলমেলে অবস্থায় রয়েছে, যা আপত্কালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাকে আবারো ঊর্ধ্বমুখী করে তুলতে পারে।
সাপ্তাহিক বাজারের শুরুতে সোমবার স্বর্ণের মূল্যে ঊর্ধ্বমুখিতায় শুরু হলেও শেষ পর্যন্ত তা স্থির হয়েছে দরপতনে। এপ্রিলে সরবরাহ চুক্তিতে এদিন পণ্যটির দাম কমেছে আউন্সে ১ ডলার বা দশমিক ১ শতাংশের সামান্য কম। এদিন এখানে পণ্যটির বাজার স্থির হয়েছে প্রতি আউন্স ১ হাজার ২২৫ ডলার ৫০ সেন্টে, যা চলতি বছরের ৪ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।