গুয়াতেমালায় সংশোধন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ১৯ কিশোরী নিহত
প্রকাশ: ২০১৭-০৩-০৯ ১১:২৪:২৫
উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালায় এক আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন মারাত্মক আহত হয়েছে।
গুয়াতেমালা সিটির সান জোস পিনুলা এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ দাবি করছে, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকতে পারে। বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার দেশটির স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিসের মুখপাত্র অস্কার ফ্রাঙ্কো স্থানীয় গণমাধ্যমকে জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ১৯ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন তিনি। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছর।
প্রতিবেদনে বলা হয়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানা না গেলেও, সন্দেহ করা হচ্ছে হয়ত কেউ ইচ্ছা করেই আগুন ধরিয়ে দিয়েছে। কেননা, এর আগে মঙ্গলবার ওই সংশোধন কেন্দ্রটিতে দাঙ্গার ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেসময় পুলিশ মোতায়েন করা হয়েছিল।
সরকারি কিশোরী সংশোধন কেন্দ্রটির ধারণ ক্ষমতা ৪০০ জনের হলেও, গতবছর সেখানে প্রায় ৭০০ মেয়ে শিশু ও কিশোরী ছিল। নির্যাতন ও পাচারের শিকার এবং পরিত্যক্ত শিশুদের জন্য তৈরি এই সংশোধন কেন্দ্রে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত থাকতে পারে তারা। সিএনএন।