উপকূলে ৩ নম্বর সতর্কতা
প্রকাশ: ২০১৭-০৩-১০ ২২:৫৫:৫৩
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ সতর্কতা জারি করা হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসার, বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।