শেষ দিনে দুঃস্বপ্নের শুরু
প্রকাশ: ২০১৭-০৩-১১ ১১:০৩:১৫
দুঃস্বপ্নই বলতে হবে। চতুর্থ দিনে ৪৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। আজ শেষ দিনে মাত্র ৬ ওভারের মধ্যেই সেই স্কোর হয়ে গেল ৩ উইকেটে ৮৩! গল টেস্টে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশের শেষে দিনে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো।
দিনের মাত্র দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন আগের দিনে ফিফটি করা সৌম্য। আসেলা গুনারত্নের বলে বোল্ড হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান (৫৩)।
সৌম্যর বিদায়ের পর উইকেটে আসে মুমিনুল হকও ফেরেন দ্রুতই। দিনের চতুর্থ ওভারে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হন তিনি (৫)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
পেরেরার পরের ওভারে ফিরলেন তামিমও। স্লিপে গুনারত্নেকে ক্যাচ দেওয়া তামিম ৫৫ বলে করেছেন ১৯।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৮৭ রান। জয়ের জন্য প্রয়োজন ৩৭০ রান, হাতে ৭ উইকেট। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে দিনের কমপক্ষে ৯০ ওভার।