জাককানইবি শিক্ষক রাজু আহমেদের পিএইচডি ডিগ্রি লাভ

প্রকাশ: ২০১৭-০৩-১১ ১১:৩৫:৪৯


PHD.JKKNIUড. মো. রাজু আহমেদ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া,বাংলাদেশ এর হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিল “এফিসিয়েন্সি মেজারমেন্ট অব প্রাইভেট সেক্টর ইন্সুরেন্স কোম্পানীজ ইন বাংলাদেশ: এন এম্পেরিকেল এনালাইসিস”। বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন।

ডক্টর মো. রাজু আহমেদ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মো. রায়হান উদ্দীন ও মৃত মোছা. শরীফা খাতুনের সপ্তম সন্তান। তাঁর এই ডিগ্রি অর্জনে অনুপ্রেরণাদানকারী বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান,আত্মীয়স্বজন,  সুপারভাইজার,গবেষণা সহযোগী,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- সহকর্মী বন্ধুবান্ধব সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন।

২০১২-২০১৩ সালে পরিচালিত গবেষণাপত্র গৃহিত হয় ২০১৬ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে এবং পিএইচডি কমিশনের সন্তোষজনক রিপোর্টের ভিত্তিতে ৬ ই মার্চ ২০১৭ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে উক্ত ডিগ্রি প্রদান করা হয় ।

ড. রাজু আহমেদ কৃতিত্বের সাথে উক্ত পিএইচডি ডিগ্রি অর্জন করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সানবিডি/ঢাকা/আজিজার/এসএস