প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন
প্রকাশ: ২০১৭-০৩-১২ ১০:৫৮:৫৭
চীন থেকে সংগৃহীত দুইটি সাবমেরিনের কমিশনিং এবং চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত একটি পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দুইটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার চট্টগ্রামে আসছেন।
নৌবাহিনীর চট্টগ্রামের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী আজ বেলা ১১টায় বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা সাবমেরিন দুইটির কমিশনিং উপলক্ষে বিএনএস ঈসা খাঁ নৌ জেটিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকাল ৩টায় তিনি চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পতেঙ্গা বোট ক্লাবে যাবেন বলে জানা গেছে।