এরদোগানপন্থিদের র‌্যালি ভেঙে দিল ডাচ পুলিশ

প্রকাশ: ২০১৭-০৩-১২ ১৩:১৭:০৭


             তুর্কি  মন্ত্রী ফাতেমা বাতুল সায়ান কায়া

নেদারল্যান্ডসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানপন্থিদের একটি র‌্যালি পণ্ড করে দিয়েছে দেশটির পুলিশ।

এর আগে রটারডামে তুরস্ক দূতাবাসে ঢুকতে দেশটির এক মন্ত্রীকে বাধা দেওয়া হয়। পরে ওই মন্ত্রীকে জার্মানি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রটারডামের মেয়র।

তুরস্ক ও নেদারল্যান্ডসের মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যে শনিবার রটারডামে তুরস্ক দূতাবাসের বাইরে র‌্যালি করার জন্য জড়ো হয় এরদোগানপন্থিরা। তবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারে ও পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কিদের এরদোগানের ক্ষমতাবিষয়ক একটি গণভোটে ভোটাধিকারের পক্ষে এক র‌্যালিতে অংশ নিতে শনিবার সড়কপথে নেদারল্যান্ডসে পৌঁছান তুরস্কের পরিবার ও সমাজনীতিবিষয়ক মন্ত্রী ফাতেমা বাতুল সায়ান কায়া।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতা বাড়ানোর বিষয়ে আগামী মাসে দেশটিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে।

সূত্র : বিবিসি