চা ভেবে বিষপানে ২শিশুর মৃত্যু, অসুস্থ ৪

প্রকাশ: ২০১৭-০৩-১২ ১৮:৩৩:১৯


Tea Capঠাকুরগাঁও সদরের হরিন্দা গ্রামে চা পাতা না দিয়ে ভুলে দানাদার বিষ (কীটনাশক) মিশিয়ে চা তৈরি করে পান করায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও চারজন অসুস্থ হয়েছেন।
রবিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, সোহান (৭), সোহানা (২)। অসুস্থরা হলেন, জমিলা (৫০), সরুফা (৪০), সাবিনা (২৫), সাদিয়া (৫)। অসুস্থদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জামেলা (৫০) মেহমানদের আপ্যায়নের জন্য চা তৈরির সময় ভুল করে দানাদার বিষ দিয়ে চা তৈরি করে। সেই চা পরিবারের ৬জন পান করেন। এ সময় তাৎক্ষনিক বিষক্রীয়া হয়ে শিশু সোহান ঘটনাস্থলেই মারা যায়। অসুস্থ হয় আরো ৫জন। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহানা (২) মারা যায়।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছে। শত্রুতাক্রমে এমনটি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।