ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ১২:১৭:৩০
বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিক থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার নারী ও শিশুরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, সোমবার থেকে বঙ্গবন্ধু সেতু পরিচালনা কমিটি পরিবর্তন হয়েছে। নতুন কর্তৃপক্ষ সিএনএস সকাল থেকেই কাজ শুরু করছে। এ সময় টোল আদায়ে ধীরগতি হয়। এজন্যই যানজটের সৃষ্টি হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট দীর্ঘ হতে থাকে। একপর্যায়ে তা টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার ছাড়িয়ে যায়। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।