মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ১২:৫২:৪৮
রাষ্ট্রদ্রোহিতাসহ নাশকতার অভিযোগে করা ১১ মামলায় হাজিরা দিতে আগামীকাল মঙ্গলবার পুরান ঢাকার নিম্ন আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি জানিয়েছেন।
মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি এবং নাশকতার ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার নাশকতার দুইটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।