ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
প্রকাশ: ২০১৭-০৩-১৫ ১৪:২১:১০
ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বিপুল মণ্ডল (২৪) নামে এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ও পুকুরিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিপুল মনোহরপুর গ্রামের ফজলু মণ্ডলের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য পুকুরিয়া গ্রামের লিটন এবং মনোহরপুর গ্রামের পরাজিত ইউপি সদস্য বজলু মণ্ডলের মধ্যে গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে মনোহরপুর কবরস্থানের পাশে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বজলু মণ্ডলের সমর্থকরা লিটন মণ্ডলের সমর্থক বিপুল মণ্ডলকে কুপিয়ে হত্যা করে। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হন।
তিনি আরো জানান, বুধবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।