২০০৫ সালে ট্রাম্পের আয়কর রিটার্নের তথ্য ফাঁস

প্রকাশ: ২০১৭-০৩-১৫ ১৪:৩৬:৪৭


Trampট্রাম্পের পরিশোধ করা ২০০৫ সালের আয়করের তথ্য ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হোয়াইট হাউজ। ফাঁস হওয়া এই তথ্য থেকে জানা যায়, ২০০৫ সালে ১৫ কোটি মার্কিন ডলার আয় দেখিয়ে ৪ কোটি মার্কিন ডলার আয়কর দাখিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
দুই পৃষ্ঠার এই আয়কর রিটার্ন যুক্তরাষ্ট্রের টিভি নেটওয়ার্ক এমএসএনবিসি প্রকাশ করে। যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউজ। সেখানে জানানো হয়, আয়কর রিটার্ন প্রকাশ করা বেআইনি।
দীর্ঘ সময়ের মার্কিন ঐতিহ্য ভেঙ্গে নির্বাচন প্রচারণার সময় নিজের আয়কর রিটার্ন প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই তথ্য ফাঁসকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন গণমাধ্যম। সিএনএন জানায়, আপাত দৃষ্টিতে এর কোন গুরুত্ব না থাকলেও এই তথ্য ফাঁসের মাধ্যমে আয়কর রিটার্নের তথ্য প্রকাশের জন্য চাপ প্রদান করা যাবে ডোনাল্ড ট্রাম্পকে। সিএনএন।