খালেদার নাইকো মামলা স্থগিত নিয়ে শুনানি মুলতবি
প্রকাশ: ২০১৭-০৩-১৬ ১৭:১৬:২১
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের ওপর শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘আমরা হাইকোর্টের আদেশ এখনো পাইনি। তাই সময়ের আবেদন জানিয়েছি। এরপর আদালত এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার করেছেন’।
এর আগে, খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে গত ৭ মার্চ বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ নাইকো মামলার ওপর রুলসহ স্থগিতাদেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ১২ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত আবেদনটি ১৬ মার্চ শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।