বঙ্গবন্ধুসেতু পার হতে ১২ ঘণ্টা লাগছে
প্রকাশ: ২০১৭-০৩-১৮ ১৬:২১:৪৪
বঙ্গবন্ধুসেতুর অব্যবস্থাপনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘনঘন যানজটের সৃষ্টি হচ্ছে। ৪.৮ কিলোমিটার এ সেতুটি পার হতেই সময় লাগছে ১২ ঘণ্টা!
প্রতিদিনই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কি.মি. ও সেতুটির পশ্চিম থেকে সিরাজগঞ্জের রোড পর্যন্ত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকাগামী মনির হোসেন ও জামালসহ একাধিক ট্রাক চালক বলেন, ‘বগুড়া থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের রোড এসে পৌঁছেছি। শনিবার বেলা ১১টার পর বঙ্গবন্ধু সেতু পার হয়ে সেতু পূর্বগোল চত্বর এসে পৌঁছেছি। অপর দিকে রাতে বৃষ্টি হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।’
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু সেতুর চার নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের পাঁচ যাত্রী আহত হয়। পরে সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি সরিয়ে নিলেও অধিক গাড়ীর চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের জন্য নতুন পদ্ধতি চালু করায় সম্প্রতি যানজট বাড়ছে।