ময়নাতদন্তে মিলল ৪ গুলি, সিআইডি বলছে ৭-৮

প্রকাশ: ২০১৭-০৩-১৮ ১৮:৩৫:১৯


jubokরাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের গুলিতে নিহত যুবকের শরীরে চারটি গুলি বিদ্ধ হওয়ার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। তিনি জানিয়েছেন, ওই যুবকের বুকে তিনটি ও পায়ে একটি গুলি লেগেছে।

তবে এর আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট বলেছিল, নিহত যুবকের শরীরে সাত-আটটি গুলির চিহ্ন দেখা গেছে।

ঢামেক হাসপাতালের মর্গে শনিবার বিকেলে নিহত যুবকের লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ বলেন, গুলিবিদ্ধ হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরে চারটি গুলি বিদ্ধ হয়েছে। এর মধ্যে তিনটি বুকে ও একটি পায়ে বিদ্ধ হয়েছিল। সবকটি গুলি তার শরীর থেকে বের হয়ে গিয়েছিল।

তিনি আরো বলেন, ডিএনএ পরীক্ষার জন্য নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই যুবক হামলার আগে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কি না তা জানার জন্য ভিসেরা পরীক্ষা করা হবে। এজন্যও আলামত সংগ্রহ করা হয়েছে।

এর আগে শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এক যুবক মোটরসাইকেলে করে র‌্যাব-৩ এর খিলগাঁও শেখের জায়গা এলাকার চেকপোস্ট পার হচ্ছিলেন। র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করতে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন ওই যুবক। এতে দুই র‌্যাব সদস্য আহত হন। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ওই যুবক নিহত হন।

পরে ওই যুবকের কাছে থাকা কয়েকটি বিস্ফোরক উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল।

নিহত যুবকের পরিচয় এখনো জানতে পারেনি র‌্যাব। ওই যুবক কোনো জঙ্গি সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব।