রাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট: ২০১৭-০৩-১৯ ১০:৩৫:৩৩


news picরাজশাহীতে চলমান পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় ভেন্যু হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উৎসবটির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে রাবি চলচ্চিত্র সংসদের সহযোগিতায় ও রাজশাহী চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন বলেন, বাংলাদেশ বর্তমানে জঙ্গিবাদ সমস্যায় ভূগছে। মানুষকে ঘরে ঘরে গিয়ে জঙ্গিবাদ দমনে সচেতন করা সম্ভব নয়। জঙ্গিবাদ দমনে প্রয়োজন তীর-ধনুকের অস্ত্র। রাজনীতি হল তীর, আর চলচ্চিত্র হল ধনুক। ধনুক ছাড়া তীর চালানো সম্ভব না। এখন সময় এসে গেছে, জঙ্গিবাদ দমনে এই তীর ও ধনুককে একত্র করতে হবে। এছাড়া জঙ্গিদের নির্মূল করা সম্ভব হবে না।

ভারতের বহরমপুর ফিল্ম সোসাইটির সভাপতি সমীরণ বিশ্বাস বলেন, ভারতের সিনেমা হলে আমরা দেখতে পাই প্রবীণরাই বেশি সিনেমা দেখতে যান। আমরা দীর্ঘ সময় ধরে এটা ভাঙ্গার চেষ্টা করে আসছি। কিন্তু বাংলাদেশে এসে ধারণা বদলে গেল। এখানে দেখছি তরুণরা সিনেমার প্রতি খুব আগ্রহী। তরুণরা বেশি সংখ্যায় সিনেমা দেখতে হলে যান। আপনারা তরুণদের সিনেমার প্রতি আগ্রহী করে তুলতে সার্থক হয়েছেন।

রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবির লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক জাবীদ অপু, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, রেইনবো ফিল্ম সোসাইটির চিফ কো-অর্ডিনেটর মিজানুর রহমান, ভারতের চলচ্চিত্র নির্মাতা শেখর দাস, ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার আঞ্চলিক সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, বহরমপুর ফিল্ম সোসাইটির সভাপতি সমীরণ বিশ্বাস, জার্মানির ডকুমেন্টরি নির্মাতা ফ্লোরিয়াল ওয়ালম্যান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শম্পা বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ভারতের চলচ্চিত্র নির্মাতা শেখর দাস পরিচালিত ‘নয়নচাঁপার দিনরাত্রি’ সিনেমাটি প্রদর্শিত হয়।