সাবধানে ব্যাট করছেন তামিম-সাব্বির

প্রকাশ: ২০১৭-০৩-১৯ ১৩:২৭:৪১


100 Test Criএক ওভারেই সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে হারিয়েছে বাংলাদেশ। এরপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে জুটি বেধেছেন সাব্বির রহমান। সাবধানে দেখে-শুনে খেলছেন এই জুটি। মধ্যাহ্নের বিরতিতে যাওয়ার আগে এই জুটির সংগ্রহ ১৬ রান। দলের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

জয়ের জন্য এখন বাংলাদেশের প্রয়োজন ১৫৩ রান। তামিম ক্রিজে আছেন ২২ রান নিয়ে আর সাব্বির ৬ রান করেছেন। এর আগে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ তার ৩৯তম জন্মদিনে শুরুতেই দলকে দুটি উইকেট তুলে দিয়েছেন। সৌম্য সরকারকে সাজঘরে ফেরানোর পরের বলেই ফিরিয়েছেন ইমরুলকে।

সকালে চতুর্থ দিনের করা ২৬৮ রান নিয়ে ব্যাট করতে নামে লঙ্কানরা। হাতে ছিল দুই উইকেট। যত দ্রুত সম্ভব উইকেট দুটি শিকারের পরিকল্পনা ছিল বাংলাদেশের। তাদের সেই পরিকল্পনার বাস্তাবায়ন হয়েছে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বলে দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ৩১৯ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। ১৯০ রানের লিড দাঁড় করিয়েছে লঙ্কানরা।

সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কার প্রথম ইনিংস – ৩৩৮
বাংলাদেশের প্রথম ইনিংস – ৪৬৭
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস – ৩১৯