বাংলাদেশের ক্রিকেটভক্তদের জয় উৎসর্গ করলেন মুশফিক
প্রকাশ: ২০১৭-০৩-১৯ ১৯:০৭:৪৭
শততম টেস্ট। এক ঐতিহাসিক জয়। ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র তিনটি দল শততম টেস্টে জয় পেয়েছিল। চতুর্থ দল হিসেবে আজ সেই তালিকায় নাম লেখালো বাংলাদেশ। এ যে এক বিরাট অর্জন। গৌরবের ও গর্বের বিষয়।
শততম টেস্ট বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এক চিলতে উৎসবের উপলক্ষ্য এনে দিয়েছে। উল্লাস আর উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। শুধু কী দেশ? পৃথিবীর আনাচে-কানাচে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভুতরা আজ আনন্দের মিছিলে সামিল। সবার মুখে বিজয়ের হাসি। সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে টাইগাররা।
দিনশেষ অবশ্য এই জয়টি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমিদের উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, ‘এই জয়টি বাংলাদেশের সকল ক্রিকেটভক্তদের উৎসর্গ করলাম।’