ক্যাপিটাল মার্কেট এক্সপোতে জনসংযোগ সেবা দেবে ইমপ্যাক্ট পিআর
|| প্রকাশ: ২০১৫-১০-২৬ ১৯:৫৫:২৬ || আপডেট: ২০১৫-১০-২৬ ১৯:৫৫:২৬

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৫-এর জনসংযোগ সেবা প্রদান করবে ইমপ্যাক্ট পিআর। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি রোববার এক্সপোর আয়োজক অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সাথে একটি চুক্তি সই করেছে।
সোমবার ইমপ্যাক্ট পিআর এর পক্ষে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ সাবরিনা জামান ও অর্থসূচকের পক্ষে সম্পাদক জিয়াউর রহমান চুক্তিটিতে সই করেন।
আগামী ১০ থেকে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এক্সপোটি উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে তিনি দিনব্যাপি এই এক্সপোটি অনুষ্ঠিত হবে।
চুক্তি সই এর সময় সাবরিনা জামান বলেন, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৫-এর জনসংযোগ সেবা প্রদান করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। এক্সপোটিকে সার্থক করে তুলতে আমরা আমাদের পেশাদার ও নিবেদিত সেবা প্রদান করতে বদ্ধপরিকর।
এ সময় জিয়াউর রহমান বলেন, আমরা ইমপ্যাক্ট পিআর’র সাথে চুক্তিবদ্ধ হতে যথেষ্ট আগ্রহী ছিলাম। আমার বিশ্বাস এই বন্ধন এক্সাপোটিকে সঠিকভাবে তুলে ধরতে পারবে এবং এর ফলে আয়োজনটি সার্থক হওয়ার পাশাপাশি আমাদের উদ্দেশ্যও সফল হবে।
এক্সপোতে স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, শীর্ষ ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, ট্রাস্টি, অডিট ফার্ম, কাস্টোডিয়ান, তালিকাভূক্ত কোম্পানিসহ বিভিন্ন শেয়ারহোল্ডার অংশ নেবে।
এক্সপোতে বিভিন্ন বিষয়ের উপর একাধিক সেমিনার, বিনিয়োগ সংক্রান্ত কর্মশালা, ক্যারিয়ার কাউন্সিলিং, সিভি জমা নেওয়ার বুথ, অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত বইয়ের সমাবেশ, ওয়ালস্ট্রিটের ওপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী, গেমস ইত্যাদি থাকবে।
উল্লেখ, পুঁজিবাজারের সব স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এমন আয়োজন দেশে এটিই প্রথম।
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডিকে অপসারণ
-
আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন কামরুল হাসান ও নজরুল ইসলাম
-
সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেল সমবায় সমিতি
-
সিএসই-৩০ ইনডেক্সের সমন্বয়
-
অব্যবহৃত প্রভিডেন্ট ফান্ড পুঁজিবাজারে ব্যবহার করা সম্ভব
-
বাজেটে পুঁজিবাজারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে : ডিএসই চেয়ারম্যান