লভ্যাংশ পাঠিয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ
আপডেট: ২০১৫-০৯-২২ ১১:৪২:১৬
মিউচ্যুয়াল ফান্ড খাতের এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে ফান্ডটি। এছাড়া যাদের বিইএফটিএন অনলাইন অ্যাকাউন্ট নেই তাদের নিজ নিজ ঠিকানায় পাঠনো হবে।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরে ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডাদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ এবং আড়াই শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ।
আলোচিত বছরে এই ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ৬২ পয়সা।