ড্রাইভিং লাইসেন্স পেতে অষ্টম শ্রেণি পাস হতে হবে

প্রকাশ: ২০১৭-০৩-২৭ ১৬:২০:৩৮


Busড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণের বিধান রেখে ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইন, ২০১৭ এ ড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া, চালকের সহকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি উত্তীর্ণের কথা বলা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি চালিয়ে কোনো দুর্ঘটনা ঘটালে সংশ্লিষ্ট গাড়িচালকের তিন বছরের জেল এবং ২৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে আইনে।

তিনি বলেন, ‘প্রতিযোগিতা দিয়ে গাড়ি চালালে সেক্ষেত্রে দুর্ঘটনা না হলেও চালকের দুই বছরের জেল বা ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।’

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘প্রতিবন্ধীবান্ধব মোটরযানের প্রবর্তন এবং গণপরিবহনে নারী, শারীরিক প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য আসন সংখ্যা নির্ধারণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সধারী চালককে কারাদণ্ড ও অর্থদণ্ডের অতিরিক্ত পয়েন্ট কাটার বিধান রাখা হয়েছে আইনে। পাশাপাশি গাড়ি চালানো অবস্থায় মোবাইলফোন ব্যবহার করলে শাস্তির বিধান রাখা হয়েছে।’