কুসিক নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা: বিএনপি
প্রকাশ: ২০১৭-০৩-২৭ ১৮:১৯:০৬
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) জন্য অগ্নিপরীক্ষা মন্তব্য করে বিএনপি বলেছে, এতে উত্তীর্ণ হলে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন ইসি জনগণের আস্থা অর্জন করতে পারবে।
সেই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সজ্জন অভিহিত করে দলটি প্রত্যাশা করেছে যে, সরকারদলীয় প্রভাবমুক্ত নির্বাচন করতে সক্ষম হবেন তিনি।
প্রসঙ্গত, সোমবার নতুন নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির কোনো প্রতিনিধি দল প্রথম দেখা করতে এলো।
৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে ‘স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততা’নিয়ে অভিযোগ করে প্রতিনিধি দল।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন ৩ সদস্যের প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বিকাল ৩টা থেকে আধা ঘণ্টার বেশি সময় আলাপ করেন।
নতুন সিইসি নিয়ে শুরু থেকেই কঠোর সমালোচনা করলেও প্রথম সাক্ষাতে এ নিয়ে নমনীয় অবস্থানে ছিল বিএনপি। অবশ্য এ বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব কেউই ছিলেন না।
বৈঠক থেকে বেরিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, ‘সিইসি একজন সজ্জন ব্যক্তি, চাকরি জীবনে সর্বোচ্চ জায়গায় উপনীত হয়েছেন। এ ধরনের একজন মানুষ কখনোই অবান্তর কথা বলবেন না।’
তিনি জানান, কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে বিএনপির নানা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিইসি।
রিজভী বলেন, তিনি (সিইসি) যে কথাগুলো বলবেন, যে আশ্বাস দেবেন সেগুলো কার্যকর হবে এবং তা যুক্তিসঙ্গত বলেই আমরা মনে করি। কুমিল্লায় যে অনাচারগুলো হচ্ছে তা বন্ধ করবেন, দ্রুত ব্যবস্থা নেবেন-এ প্রত্যাশা করি সিইসির কাছে।
এক প্রশ্নের জবাবে এ বিএনপির নেতা বলেন, কুমিল্লা সিটি নির্বাচন বর্তমান ইসির কাছে একটা অগ্নিপরীক্ষা। এ ইসির প্রতি অনেক রাজনৈতিক দলের নানা প্রশ্ন রয়েছে। এ পরীক্ষায় পাস করলে রাজনৈতিক দলগুলো ইসির প্রতি আস্থা পাবে।
ভোটের আর মাত্র তিন দিন বাকি থাকলেও দুয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেনাবাহিনী মোতায়েনের দাবিটি আরো জোরালো হবে বলে জানান রিজভী।
তিনি বলেন, সেনা মোতায়েনের কথা আমরা বরাবরই বলে এসেছি। যেকোনো নির্বাচনেই সেনা মোতায়েন করা উচিত। বর্তমান ইসির কাছে বিদ্যমান আইন অনুযায়ী সুষ্ঠু ভোটে সব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। দুয়েকদিন দেখব। প্রশাসনের যথোপযুক্ত ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে সেনা মোতায়েনে আবারও দাবি করব।
কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে তিন দফা দাবিও তুলে ধরে প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছে- বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, মিছিলে বাধা দেওয়া হচ্ছে, নতুন কোনো দায়ের করা মামলায় যেন গ্রেফতার করা না হয়।
রিজভী বলেন, ‘সরকার দলীয় নেতাকর্মীরা যে আচরণবিধি লঙ্ঘন করছে তাতে স্থানীয় প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সিইসিকে বলেছিও আমরা।’
বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও আবুল খায়ের ভুঁইয়া।