অনেকদিন বাঁচতে চাই…
প্রকাশ: ২০১৭-০৩-২৮ ১৫:২০:৫০
বসন্তের স্নিগ্ধ সকাল। তরুণ-তরুণীর আড্ডা। আড্ডার মাঝে হারিয়ে গেছে তারা। হঠাৎ এক মধ্যবয়সী নারীর বিচরণ। তখনও আড্ডার আমেজে বুঁদ হয়ে আছে তারা।
এর মাঝেই কথা বলা শুরু করলেন। বলেন ‘আমি তিনবেলা খেতে পারি না। প্রাণভরে শ্বাস নিতে পারি না। বাবা-মা আপনারা আমায় একটু সাহায্য করো! আমি অনেকদিন বাঁচতে চাই…। বেঁচে থাকার এমনই আকুতির দেখা মিললো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে।
হানিফা (৫৩)। থাকেন রাজশাহীর হোসেনীগঞ্জে। অনেক আগেই স্বামীকে হারিয়েছেন। তারপর সংগ্রামটা শুরু হয় তার একমাত্র মেয়েকে নিয়ে। বাসা বাড়ি আর প্রাইভেট ক্লিনিকে কাজ করে যেটুকু আয় তা দিয়েই চলতো দুজনের সংসার। পরে মেয়েকে কোনমতে বিয়েও দিয়েছেন। তিনি এ্যাজমা রোগে আক্রান্ত। ঠিকমতো ঔষুধ আর চিকিৎসার অভাবে ভালো হয় নি তার এই শ্বাসকষ্ট। তারপরও থেমে নেই তার জীবননির্বাহ। এখন বেঁচে থাকার লড়াইয়ে একাই লড়ছেন। তবে কাজ করতে পারার সক্ষমতা হারিয়ে ফেলায় এখন টাকার অভাবে তিনবেলা খাবার ও প্রতিদিনের ঔষুধ জোগাড় করতে পারছেন না। তাই তিনি বাধ্য হয়েই নাকি সাহায্যের হাত বাড়িয়েছেন। এমনটিই বলছিলেন হানিফা বেগম।
তিনি আরো বলেন, মাসে দেড় থেকে দুই হাজার টাকা লাগে ঔষুধ কেনার জন্য। সকাল থেকে দুপুর অবধি চেয়ে সামান্য যে টাকা তিনি পায় তা দিয়েই কোনমতে দিন পার হয়। প্রচন্ড অসুস্থ হয়ে পড়ায় এখন আর তাও করতে পারি না আর ঔষুধও কিনতে পারছি না। দশ-বারো দিন পর একদিন ক্যাম্পাসে আসি।’ এখন তিনি চান দুমুঠো ভাত খাওয়া আর প্রাণভরে নিশ্বাস নিতে। আশা করেন দুমুঠো ভাত আর ঔষুধের ব্যবস্থা কোনভাবে হলে তিনি অনেকদিন বাঁচবেন। সাহায্যের আবেদন জানিয়ে বলেন আপনারা আমায় বাঁচান!
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস