জনগণের ভোটেই নৌকার জন্ম : শেখ হাসিনা
প্রকাশ: ২০১৭-০৩-২৯ ১৭:৪৬:৩৪
জনগণের ভোটেই নৌকার জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের ভোটেই জন্ম হয়েছে নৌকার।’
ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে আজ বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, বিএনপি ক্ষমতাসীন থাকাকালে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তিনি আরো বলেন, বিএনপি বাস-ট্রাকে আগুন দিয়ে পাঁচ শতাধিক মানুষ পুড়িয়ে মেরেছে। প্রধানমন্ত্রী জনসভায় তার সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন।