কুসিক নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি
প্রকাশ: ২০১৭-০৩-৩০ ১৩:১১:১১
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। যাদের অধিকাংশই তরুণ ভোটার। এদের কেউ কেউ এবারই প্রথম ভোট দিচ্ছেন।
এদেরই একজন তারিক আনাম, প্রথমবার নির্বাচনে ভোট দিতে এসে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হওয়া দেখে খুব ভালো লাগছে। সাজ্জাত হোসেন নামের আরেক তরুণ ভোটারের মুখেও একই কথা শোনা যায়। প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস তার চোখে মুখে ফুটে উঠে।
বৃহস্পতিবার সকাল ৮টায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপিরত মেয়রপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু তারা নিজেদের ভোট প্রদান করেছেন।