কুমিল্লার জঙ্গি আস্তানায় কাউকে পাওয়া যায়নি
আপডেট: ২০১৭-০৩-৩১ ২০:১১:৪৫
কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় কাউকে পাওয়া যায়নি। অভিযান শেষে ঘটনাস্থল ত্যাগ করেছে আইনশৃংখলা বাহিনী। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ, র্যাব, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী টিমের সদস্যরা সন্দেহভাজন বাড়িটি ত্যাগ করে। সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে (এসপি অফিসে) অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কুমিল্লার পুলিশ সুপার আবিদ হোসেন সাংবাদিকদের জানান, সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ অভিযানে কাউকে পাওয়া যায়নি। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে সকাল ৮টার দিকে সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কোটবাড়ীর গন্ধমতি এলাকায় পৌঁছায়। বেলা ১১টার দিকে সোয়াত অভিযান শুরু করে।
অভিযানের শুরুর দিকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ৯৭ রাউন্ড গুলিবর্ষণ করে সোয়াত সদস্যরা। প্রসঙ্গত, বুধবার বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ী এলাকার গন্ধমতি গ্রামের আহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেন ড্রাইভারের নির্মাণাধীন তিনতলা বাড়িটি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী। তবে বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন থাকায় নির্বাচন কমিশনের নির্দেশে ভোটকেন্দ্র সংলগ্ন ওই বাড়িতে অভিযান স্থগিত রাখা হয়। স্থানীয়রা জানান, তিনতলা বাড়িটির ওপরতলা নির্মাণাধীন। দুই ইউনিটের ওই বাড়ির নীচতলা ও দোতলা মেস হিসেবে তিন মাস আগে ভাড়া দেয়া হয়।