‘খালেদা জিয়ার নির্দেশেই সারা দেশে জঙ্গিবাদের উত্থান’
প্রকাশ: ২০১৭-০৪-০১ ১৫:২২:৪০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি মাতা’ অভিহিত করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, খালেদা জিয়ার নির্দেশেই সারা দেশে জঙ্গিবাদ শুরু হয়েছে। তিনি জঙ্গিদের মাতা ও মদদদাতা। তার নির্দেশেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
এসময় সোহাগ আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আজ সারা দেশে ছাত্র জনতা সোচ্চার হয়েছে। সবাই জানে জঙ্গিরা বিভ্রান্ত হয়ে মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। আর এসবের নেপথ্যে কলকাঠি নাড়ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
তিনি বলেন, জঙ্গিবাদের বীজ বাংলার মাটি থেকে উপড়ে ফেলা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কখনোই জঙ্গিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না। ছাত্রলীগ আজ পথে নেমে এসেছে। ছাত্রলীগ রুখে দেবে জঙ্গিবাদ।
দীর্ঘ এই মানবন্ধনে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী ও মহানগর ছাত্রলীগের কয়েক হাজার কর্মী অংশ নেন।