‘পয়লা বৈশাখে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে’
প্রকাশ: ২০১৭-০৪-০২ ১৭:৩৬:৫৪
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পয়লা বৈশাখে ঝুঁকি পর্যবেক্ষণ করে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। দিনটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করাই পুলিশের মূল উদ্দেশ্য।
রোববার পয়লা বৈশাখ উপলক্ষে এক নিরাপত্তা সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কমিশনার বলেন, নববর্ষে রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রায় বেশি লোক সমাগম ঘটে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সব সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব স্থানে ডিএমপির কন্ট্রোল রুম খোলা হবে। সমগ্র এলাকা সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ভেতরে ও বাইরে ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে চেকিং করে অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। আর গুরুত্বপূর্ণ স্থানে গতিবিধি মনিটরিং করার জন্য স্থাপন করা হবে ওয়াচ টাওয়ার।
নগরবাসীর উদ্দেশ্যে কমিশনার অনুরোধ করে বলেন, ‘পয়লা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরনের ব্যাগ, পোটলা, মুখোশ, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি ইত্যাদি আনা যাবে না।’