আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়কারী

প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১২:২৭:০৮


Atia1সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে র্যা বের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছেছে। সোমবার সকালে শিববাড়ি এসে পৌঁছায় তারা। তবে এখনও আতিয়া মহলের ভেতরে কেউ প্রবেশ করেনি।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, এখনো বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলের বাইরে অবস্থান করছে। আতিয়া মহলের ভেতর নিহত দুই জঙ্গির লাশ পড়ে আছে। বোমা বিশেষজ্ঞ দল ভবনটির ভেতরে প্রবেশ করে জঙ্গিদের আশপাশ নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে লাশ উদ্ধার করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে ঘিরে রাখে পুলিশ। পরে প্রথমে সেখানে সোয়াট ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। টানা চার দিন অভিযান শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরেই চার জঙ্গির লাশ পাওয়া যায়।