আইপিইউ সম্মেলন প্রহসন ছাড়া কিছু নয়
প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১৬:১৭:১৩
ঢাকায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনকে প্রহসন বলে অ্যাখ্য দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যে সব দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে তাদের প্রতিনিধিত্বকারী যেসব সদস্য এই অধিবেশনে যোগ দিয়েছেন তাদের অভিনন্দন জানাই। কিন্তু যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং নাগরিকদের মানবাধিকার লুষ্ঠিত, হত্যা, গুম ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত সেই দেশে আইপিইউ সম্মেলন প্রহসন ছাড়া কিছুই নয়।”
রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।