ফেসবুক লাইভে আত্মহত্যা
প্রকাশ: ২০১৭-০৪-০৪ ১০:১৮:২১
মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল বছর ২৩ এর এক যুবকের তরতাজা প্রাণ। শুধু শেষই নয়, তার আত্মহত্যার এই সম্পূর্ণ ঘটনাটি ফেসবুক লাইভের মাধ্যমে ফুটে উঠল ফেসবুকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বান্দ্রায়।
এরপর দ্রুত তাকে লীলাবতি হাসপাতালে নিযে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মানসিক অবসাদের জেরেই অর্জুন ভব়দ্বাজ এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। তাজ ল্যান্ড এন্ড হোটেলের ১৯তলা থেকে আচমকাই ঝাঁপ দেয় অর্জুন। জানলার কাঁচ ভেঙে সে নীচে ঝাঁপিয়ে পরে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার ঘর থেকে একটি আত্মহত্যার নোট পাওয়া গেছে। যেখানে লেখা ছিল মানসিক অবসাদ থেকেই সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে তার এই আত্মহত্যার জন্য সে কাউকে দোষ দেয়নি।
অর্জুনের বাড়ি ভারতের ব্যাঙ্গালোরে। পড়াশুনার সূত্রে সে মুম্বাইয়ে এসে থাকত। এমনকি হোটেলে চেকইন করার সময় সে তার সমস্ত পরিচয়পত্র দিয়েই ঢুকেছিল। তবে জীবনের এই চরমতম সিদ্ধান্ত নেওয়ার আগে তার হাত কাঁপেনি একটুও। এমনকি পুরো ঘটনাটি সে ফেসবুক লাইভ করে। সেই ১মিনিট ৪৫সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে সে অ্যালকোহল খাচ্ছিল এবং ক্রমাগত সে সিগারেটও খাচ্ছিল। এরপরই জানলার উপর দাঁড়িয়ে ঝাপ দেয় সে। তবে তার আগে বন্ধুদেরকে গুডবাই করতেও ভোলেনি সে।
– See more at: http://www.bd-pratidin.com/mixter/2017/04/04/220507#sthash.XjG5Cyz9.dpuf