গাজীপুরে এনডিএম এর শোভাযাত্রা

প্রকাশ: ২০১৭-০৪-০৪ ১০:৩৭:৫০


gazipur NDM 3.4.17আগামী ২৪ এপ্রিল ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে গাজীপুর সদর থানা কমিটি। গতকাল সোমবার দুপুরে গাজীপুর সদর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার শুরুতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম মহাসচিব ( চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের বলেন, আগামী ২৪ এপ্রিল বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তনে দলের ঘোষণাপত্র প্রকাশ করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সেই ঘোষণাপত্রে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দলীয় কর্মসূচির ঘোষণা করবেন তিনি। সারাদেশ থেকে হাজার হাজার মানুষ ২৪ এপ্রিল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মিলিত হবে। গাজীপুরবাসীকে আহ্বান জানাই, দেশের স্বার্থে, পরিচ্ছন্ন রাজনীতির স্বার্থে আপনারাও ২৪ এপ্রিল ঢাকায় আসুন।

শোভাযাত্রায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন নেতা মনির হোসেন, কাওছার আহমেদ, আমান, আনোয়ার প্রমুখ।