‘আইপিইউ নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’

প্রকাশ: ২০১৭-০৪-০৪ ১৮:০২:৪৪


IPUবাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্যকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ করে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি যে গণতন্ত্র চায় না, এর মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে।

দশম জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বলেই ঢাকায় বিশ্বের বিভিন্ন দেশের সাংসদদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন হাছান।

তিনি বলেন, বিএনপির প্রশ্ন বাংলাদেশে নির্বাচিত সংসদ নেই, তাহলে কেন এখানে এ সম্মেলন হচ্ছে। তাদের জানা উচিত, এ সম্মেলন বাংলাদেশ সরকার বা জাতীয় সংসদের সিদ্ধান্তে হচ্ছে না। এটি আইপিইউ এর কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির এই বক্তব্য শুধু দেশবিরোধী নয়, গণতন্ত্র বিরোধীও। ”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও দূ্র‌্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

এর আগে, সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)এর সম্মেলন নিয়ে বিস্ময় প্রকাশ করে সম্মেলনকে প্রহসন আখ্যা দেন।