আবারো সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রকাশ: ২০১৭-০৪-০৫ ১১:০৮:৩৭


Koreaআবারো সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘ ও বিশ্ব নেতাদের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানায় জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের বন্দর সিনপো থেকে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এটি প্রায় ৬০ কিলোমিটার অতিক্রম করে সাগরে পতিত হয়।
গত ৩ বছর ধরে উত্তর কোরিয়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দেশটির তরফ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচীর অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর মতে পারমানবিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য এই পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।
বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিঙ যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণ। কিন্তু আলোচনায় বসার আগেই আরো একবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ফেলল পূর্ব এশিয়ার দেশটি। বিবিসি।