গেইনারের শীর্ষে হাক্কানী পাল্প
প্রকাশ: ২০১৭-০৪-০৫ ১৬:৫২:৩৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধাবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। শেয়ারটির দর ৫ টাকা বা ৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯১৩ বারে ৫ লাথ ৫ হাজার ৬৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৮২ লাখ ৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৪২ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৪৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৬১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া এদিন কোম্পানিটি ৩৪৭ বারে ১১ হাজার ৬৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ ১২ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুড লিমিটেডের ৪৭ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৬৯৪ বারে ৪৪ হাজার ৫০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন জুট, লিব্রা ইনফিউশন, এনসিসি ব্যাংক, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং স্যালভো কেমিক্যাল।