প্রথমবারের মতো হালখাতার আয়োজনে এনবিআর

প্রকাশ: ২০১৭-০৪-০৫ ১৬:৫৪:৪৩


Naziburপয়লা বৈশাখ উপলক্ষে দেশে প্রথমবারের মতো সরকারি কোনো অফিসে হালখাতার আয়োজন হচ্ছে। চৈত্র সংক্রান্তির দিনে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন প্রাঙ্গণে ব্যবসায়ীদের নিয়ে হালখাতা করার ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
আজ বুধবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সঙ্গে এক প্রাগবাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
নজিবুর রহমান বলেন, ‘হালখাতার দিনে আমরা আহ্বান জানাবো ব্যবসায়ীরা যাতে তাদের বকেয়া কর পরিশোধ করে।’