তথ্যপ্রযুক্তি মামলায় সানির বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১২:২২:৩৫
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মোহম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া গত ২২ মার্চ আরাফাত সানিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
কিন্তু আদালতের সংশ্লিষ্ট শাখার নিবন্ধন কর্তকর্তা নিজাম উদ্দিন বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা যৌতুক মামলায় জামিন পান জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি।
বুধবার ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরাফাত সানী। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।