সরকারী কোষাগারে ১০০ কোটি জমা দিয়েছে আইডিআর

প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১২:৫৪:২৯


idraউদ্বৃত্ত অর্থ থেকে  সরকারী কোষাগারে ১০০ কোটি টাকা জমা দিয়েছে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ( আইডিআর)। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আইডিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ এর ভিত্তিতে ২৬ জানুয়ারি, ২০১১ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয় এবং বীমা আইন, ২০১০ এর মাধ্যমে বীমা সেক্টরের উন্নয়নে ও নিয়ন্ত্রণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ২৭ জানুয়ারি, ২০১১ তারিখে ০১ জন চেয়ারম্যান এবং ০২ জন সদস্যের যোগদানের মধ্য দিয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর পর হতে অদ্যাবধি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মোট ০৫টি বিধি ও ১১টি প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  আরো বেশ কিছু বিধি-প্রবিধানমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বীমা কার্যক্রমকে জনগণের কাছে নিয়ে যাবার উদ্দেশ্যে কর্তৃপক্ষ, কর্পোরেশন এবং লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিসমূহের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত বীমা মেলা-২০১৬, উন্নয়ন মেলা-২০১৭ এবং ডিজিটাল মেলা তে  অংশগ্রহণ করা হয়েছে। বীমা এজেন্টদের লাইসেন্স প্রদান ও নবায়ন কালে আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রবাসী শ্রমিকগণের আর্থিক ঝুঁকি মোকাবেলার জন্য প্রবাসী বীমা স্কিম/নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  এছাড়া বীমা শিল্পের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বিবিধ প্রজেক্ট এ কাজ চলমান এবং প্রক্রিয়াধীন রয়েছে। কর্তৃপক্ষের উদ্যোগে লাইফ বীমা ব্যবসার ব্যবস্থাপনা ব্যয় পর্যায়ক্রমে কমছে ফলে এর সুফল ভোগ করছে পলিসি হোল্ডারসহ কোম্পানি সংশ্লিষ্টগণ। কর্তৃপক্ষ কর্তৃক মানিলন্ডারিং এবং সন্ত্রাসেঅর্থায়ন বন্ধে Financial Intelligence Cell (FIC) গঠন, নিয়মিত পরিদর্শন, বীমা দাবি নিষ্পত্তি সংক্রান্ত সভা, সেন্ট্রাল রেটিং কমিটি, বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন ও তাদের কার্যক্রম পরিচালনার ফলে বীমা শিল্পের সুনাম বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে দুইটি কর্পোরেশন, বিদেশি বীমা কোম্পানিসহ লাইফ খাতে ৩২ টি এবং নন-লাইফ খাতে ৪৬ টি প্রতিষ্ঠান বীমা ব্যবসা পরিচালনা করছে।

সানবিডি/ঢাকা/এসএস