মেয়র আরিফুলের দায়িত্ব পালনে আইনগত বাধা নেই

প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১৬:৪১:৪৮


Arifulসিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব পালনে আইনগত বাধা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
রবিবার আরিফুল হকের সাময়িক বরখাস্তে আদেশ স্থগিত করে দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে সরকার।