ঝিনাইদহে অজ্ঞাত দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রকাশ: ২০১৭-০৪-০৮ ১১:৪১:১৬
শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া মাঠের ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে হবে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সদর উপজেলার তেঁতুলবাড়িয়া মাঠের ধান ক্ষেতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহ দুইটি পড়ে আছে। সেমময় লাশের পাশ থেকে ৩প্যাকেট ইয়াবা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। মৃত দুই যুবকের পরিচয় বের করতে কাজ করছে পুলিশ। তবে কি কারণে তাদেরকে খুন করা হয়েছে তা সঠিক ভাবে জানাতে পারেনি পুলিশ।