ছাত্রলীগ ইবি শাখার ৮ম কাউন্সিল অনুষ্ঠিত
আপডেট: ২০১৭-০৪-০৮ ১০:৪৪:৫৩
বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৮ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপিতত্বে ও সাধারন সম্পাদক অমিত কুমার দাসের পরিচালনায় উক্ত কাউন্সিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা হিেেসব উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
কাউন্সিলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন“ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজকের এ সম্মেলন প্রমাণ করে ছাত্রলীগ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যারা সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জননেন্ত্রীর বার্তা পৌছিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন “ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ’। এ সংগঠনের যারা নেতৃত্বে আসবেন তারা অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করবেন। আজেক এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় যারা নেতৃত্ব পাবেন তারা জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যহত রাখবেন।”
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (এমপি), সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমূখ।
সানবিডি/ইবিি/তারিক/এসএস