ধামরাইয়ে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৭-০৪-০৯ ১০:৪৫:২৪
ধামরাইয়ে জুবাইদা বেগম (১৭) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে ধামরাইয়ের সতীপাড়া ইউনিযনের বারোপাইখা গ্রামের বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুবায়দা বেগম ধামরাইয়ের বারোপাইখা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে। সে মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার রাতে জুবায়দা মুঠোফোনে ফোন পেয়ে ঘর থেকে বের হয়। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে সকালে স্থানীয়রা বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে জুবায়দার মরদেহ দেখতে পায়।
দুর্বৃত্তরা ওই ছাত্রীর একটি চোখ উপড়ে ফেলেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।