এনডিএম এর আনন্দ শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৭-০৪-০৯ ১১:৫৮:৩২
২৪ এপ্রিল ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর
আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় আনন্দ শোভাযাত্রা ও মতবিনিময় সভা করেছেন
দলের কেন্দ্রীয় নেতারা।
৮ মার্চ শনিবার দিনব্যাপী রাজধানীর মিরপুর, পল্লবী, দারুস সালাম, কাফরুল, রূপনগর, গুলশান ও বনানী
থানায় এনডিএম নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা করেন। পরে সেখানে কেন্দ্রীয় নেতারা ২৪ এপ্রিলের সভাকে
সাফল্যমন্ডিত করার জন্য স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম মহাসচিব ( চলতি দায়িত্ব) অধ্যাপক
আব্দুল্লাহ এম. তাহের বলেন, ‘আগামী ২৪ এপ্রিল বাংলাদেশের রাজনীতিতে সংস্কার ও উন্নয়নের ঘোষণা দিবেন
এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। দলের সেই ঘোষণাপত্রে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের
কর্মসূচির ঘোষণা করবেন তিনি। সারাদেশ থেকে হাজার হাজার নেতা-কর্মী ২৪ এপ্রিল ঢাকার ইঞ্জিনিয়ার্স
ইন্সটিটিউশনে মিলিত হবে। আপনাদেরকেও আহ্বান জানাই দেশের স্বার্থে, পরিচ্ছন্ন রাজনীতির স্বার্থে ২৪
এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আসুন।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর যুগ্ম সাংগঠনিক
সম্পাদক এম.এ বাসার, এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারি মোমিনুল আমিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক
যুব আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী নেতা নুরুজ্জামান হিরা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের
কেন্দ্রীয় সমন্বয়কারী ইসমাইল হোসেন, মাসুদ রানা জুয়েল, জালিম , রাতুল, মিরপুর ছাত্র আন্দোলন- আহ্বায়ক
তুন খান, সদস্য সচিব আসিফ খান, যুব আন্দোলন নেতা বাহাদুর, সজিব হোসেন, ইমন, বাবু, রাব্বি, রুবেল
হোসেন (সভাপতি কাফরুল), যুব নেতা শাহাদাত হোসেন, বনানী থানা আহ্বায়ক মহসিন মোড়ল, গুলশান
থানা আহ্বায়ক আব্দুর রশিদ সোহেল প্রমুখ।
সানবিডি: মেহেদী/ এসএস