ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনে ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা
প্রকাশ: ২০১৭-০৪-০৯ ১৭:১৯:১১
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল( ৮ এপ্রিল ২০১৭) শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মোঃ জিল্লুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈন উদ্দিন ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান ড. মোঃ কামাল উদ্দিন জসিম।
ঢাকা ইস্ট জোনের আওতাধীন শাখাসমূহের গ্রাহক ও কর্মকর্তাগণ মত-বিনিময় সভায় অংশগ্রহন করেন।