রাতে স্থায়ী কমিটির বৈঠকে বসছেন খালেদা

প্রকাশ: ২০১৭-০৪-১০ ১১:৫৯:৫২


BNPপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।