গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
প্রকাশ: ২০১৭-০৪-১০ ১৭:৪২:৫৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। শেয়ারটির দর ৪ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ১৯৩ বারে ১১ লাখ ৫ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৪ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকা।
এছাড়া এদিন কোম্পানিটি ১ হাজার ৬৮ বারে ৪৪ লাখ ২২ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩১ লাখ ৭৮ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৮৬ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ২ হাজার ২১১ বারে ৩৫ লাখ ৫৩ হাজার ৮১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৬ লাখ ৭ হাজার টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা স্পিনিং, রিজেন্ট টেক্স, সাফকো স্পিনিং, ডেফোডিল কম্পিউটার, ডেল্টা ব্র্যাক হাউজিং, আইসিবি ও ইস্টার্ন ব্যাংক।