‘জুমার বয়ানে জঙ্গিবাদবিরোধী বক্তব্য বাধ্যতামূলক’

প্রকাশ: ২০১৭-০৪-১২ ১৮:৫০:১১


kamal1পবিত্র জুমার নামাজের বয়ানে মসজিদের ইমামদের জঙ্গিবাদবিরোধী বক্তব্য বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার সচিবালয়ে জঙ্গি প্রতিরোধ সংক্রান্ত আইনশৃংখলা বাহিনীর এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, আমরা জঙ্গিবাদ নির্মূলে কাজ করছি। কিন্তু অভিযান চালিয়ে আমাদের আইনশৃংখলাবাহিনী যখন জঙ্গিদের ধরে জেলে পুরছে, তখন কিছু জিম্মাদারের আওতায় অনেকেই জামিনে মুক্তি পাচ্ছে। পরে তাদের কেউ কেউ বিদেশেও পাড়ি জমাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের জিম্মাদারদেরও ছাড় দেওয়া হবে না । তাদের  বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।