কোটালীপাড়ায় মুফতি হান্নানের লাশ দাফন সম্পন্ন
প্রকাশ: ২০১৭-০৪-১৩ ১০:২৯:২১
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ১৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে মুফতি হান্নানের লাশ কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে নিয়ে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুফতি হান্নানের বড়ভাই মাওলানা মুন্সি আলিউজ্জামান ও ভাইর বৌ শারমিন নাহার মুফতি হান্নানের লাশ গ্রহণ করেন।
ভোর ৫ টা ৩৫ মিনিটে বাড়ির পাশে হিরন বালিকা মাদ্রাসা ও এতিম খানা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মুফতি হান্নানের বড়ভাই মাওলানা মুন্সি আলিমুজ্জামান জানাজা পড়ান। পরে মুফতি হান্নানের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ভোর ৫ টা ৪৫ মিনিটের মধ্যেই লাশ দাফনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফনের খবর নিশ্চিত করে জানান, জানাজায় মুফতি হান্নানের পরিবারের সদস্য ও নিকট আত্মীয় স্বজনের মধ্য থেকে ৩১ জন অংশ নেন। লাশ দাফনের পর কোটালীপাড়া উপজেলার আইন শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।