রাবির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক সংস্কারের দাবিতে আল্টিমেটাম

প্রকাশ: ২০১৭-০৪-১৫ ১৬:৪৯:৪৬


ru bsl protest pic 15.04.17 (1)রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক ভাস্কর্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি স্মৃতিফলকের নিচে থাকায় এর প্রতিবাদ জানিয়ে সংস্কারের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে মহানগর আওয়ামীলীগের নেতা ডাবলু সরকার। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজিত সমাবেশে স্মৃতিফলকে বঙ্গবন্ধুর অবস্থান বিকৃত উল্লেখ করে তিনি সংস্কারের দাবিতে আল্টিমেটাম দেন।

সমাবেশে ডাবলু সরকার বলেন, ‘বঙ্গবন্ধু ছাড়া আমাদের স্বাধীন বাংলাদেশ কল্পনা করা যেত না। অথচ এই ভাস্কর্যটিতে বঙ্গবন্ধুকে নিচে স্থাপন করে ছোট করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রো ভিসি পদে যেই আসুক সাত দিনের মধ্যে এটি অপসারণের ব্যবস্থা করতে হবে। আজকে আমরা খালি পায়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছি। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে’।

এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে। পরে বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের রাবি শাখার সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে যে মানুষটি গোটা জাতিকে একত্রিত করে বাংলাদেশ স্বাধীন করেছিল, সেই মহান মানুষটির প্রতিকৃতি এই স্মৃতিফলকের নিচে রেখে অবমাননা করা হয়েছে। এখানে বাংলাদেশকে অপমান করা হয়েছে।’ এসময় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় ছাত্রলীগের রাবি শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে স্মৃতিফলক নির্মাণে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘একটি গাছের মূল থাকে সাধারণত মাটির নিচে। যেখানে মূল ছাড়া গাছের অস্তিত্ব থাকা সম্ভব নয়। ঠিক একইভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবস্থান নিচে রাখা হয়েছে। বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, তাকে এখানে ছোট করে দেখা হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা।’

সানবিডি/ঢাকা/এসএস