মুখোমুখি কোলকাতা-হায়দারাবাদ, দলে নেই সাকিব-মুস্তাফিজ
প্রকাশ: ২০১৭-০৪-১৫ ১৭:৫৪:৫২
আইপিএল এর ১৪ তম ম্যাচে কোলকাতার ইডেন গার্ডেন মাঠে মুখোমুখি হয়েছে কোলকাতা নাইট রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদ। দশম আসরে প্রথম বারের মত মুখোমুখি হল দল দুটি।
টসে জিতে কোলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কেকেআর এর হয়ে অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে আবারো ওপেন করতে নেমেছে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন।
২ ওভার শেষে কোলকাতার সংগ্রহ ৯ রান।
এদিকে এই ম্যাচে হায়দারাবাদ দল থেকে বাদ পড়েছে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। শেষ ম্যাচে অত্যন্ত খরুচে বোলিং করায় তিনি দল থেকে বাদ পড়লেন। অন্যদিকে দুই সপ্তাহ হলে কোলাকাতা দলের সঙ্গে যোগ দিলেও এখনো মাঠে নামা হয় নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।